Ajker Patrika

ব্যাংককে প্রতিদিন ইউএস–বাংলার ফ্লাইট ১ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১: ২৭
ব্যাংককে প্রতিদিন ইউএস–বাংলার ফ্লাইট ১ ডিসেম্বর থেকে

আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে বাংলাদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এ জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে আগামী ১ ডিসেম্বর থেকে এ রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এ ছাড়া সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন বেলা ১টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৭ হাজার ৫০৭ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩ হাজার ১৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ইউএস-বাংলা সব অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট ব্যাংকক, সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত