নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত মুদ্রানীতিতে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বাজারে টাকার জোগান কমাতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। এর ওপর ভিত্তি করে আগামী রোববার থেকে স্মার্ট পদ্ধতিতে সুদের হার নির্ধারণ করা হবে। বর্তমানে স্মার্ট পদ্ধতিতে ব্যাংকের গ্রাহক পর্যায়ের বেসরকারি ঋণের সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশে।
পরের মাসে এ হার আরও বেড়ে যাবে। অন্যদিকে সরকার কৌশলে স্বল্পকালীন ঋণ নিচ্ছে। বিশেষ করে ১ থেকে ১৪ দিনের ঋণের সুদের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৫ থেকে ৯ দশমিক ৭৫ শতাংশে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৭ জানুয়ারি সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ১ থেকে ১৪ দিনের জন্য ঋণের ৭ দশমিক ৭৫ থেকে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে ১৯ হাজার ৪৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে। এখানে সুদের হার কম। তবে ৩৬৫ দিনের সুদের হার খানিকটা বেশি। অন্যদিকে পুনঃ অর্থায়নের কয়েকটি স্কিম ছাড়া বেসরকারি খাতে স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশে।আবার জানুয়ারি মাসে সুদের হার বাড়ায় ফেব্রুয়ারি থেকে তা আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ব্যাংক ঋণের সুদহার বাড়লে উৎপাদন খাতে বিনিয়োগ কমতে পারে। এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য ঋণের অপব্যবহার ও উৎপাদন খাতের ঋণপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি।
বেসরকারি খাতে সুদের হার বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে ভাবার সময় এসেছে। অন্যদিকে সরকার কম সুদে ঋণ নিচ্ছে। এই ঋণ বেশির ভাগই যাবে অনুৎপাদনশীল খাতে, তা নিয়ে মুদ্রানীতিতে কিছু বলার নেই।
গত বুধবার জানুয়ারি-জুন মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণাকালে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। মূলত মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে নীতি সুদহার বাড়ানো হয়েছে। যদিও চলতি অর্থবছরে মূল্যস্ফীতির সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। ঋণের প্রবৃদ্ধি ১১ থেকে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, নীতি সুদহার বাড়ালে ঋণের সুদহারও বাড়বে। নতুন সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু সরকার যে কম সুদে ঋণ পাচ্ছে, তার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সরকারের ঋণের প্রভাব তো বাজারে পড়বে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বেসরকারি খাতে একসময় ১৮ থেকে ২০ শতাংশ সুদ ছিল; কিন্তু পরিস্থিতি তখন ভালো ছিল। এখন তো বিশেষ সময় চলছে। সুদের হার প্রতি মাসে বাড়ছে। এর একটা সীমা থাকা দরকার। নয় তো ব্যবসায় ক্ষতিকর প্রভাব পড়বে। আবার সরকার তো স্বল্পমেয়াদী ঋণ নিচ্ছে। সেখানে তো সুদের হার কম।
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত মুদ্রানীতিতে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বাজারে টাকার জোগান কমাতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। এর ওপর ভিত্তি করে আগামী রোববার থেকে স্মার্ট পদ্ধতিতে সুদের হার নির্ধারণ করা হবে। বর্তমানে স্মার্ট পদ্ধতিতে ব্যাংকের গ্রাহক পর্যায়ের বেসরকারি ঋণের সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশে।
পরের মাসে এ হার আরও বেড়ে যাবে। অন্যদিকে সরকার কৌশলে স্বল্পকালীন ঋণ নিচ্ছে। বিশেষ করে ১ থেকে ১৪ দিনের ঋণের সুদের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৫ থেকে ৯ দশমিক ৭৫ শতাংশে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৭ জানুয়ারি সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ১ থেকে ১৪ দিনের জন্য ঋণের ৭ দশমিক ৭৫ থেকে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে ১৯ হাজার ৪৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে। এখানে সুদের হার কম। তবে ৩৬৫ দিনের সুদের হার খানিকটা বেশি। অন্যদিকে পুনঃ অর্থায়নের কয়েকটি স্কিম ছাড়া বেসরকারি খাতে স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশে।আবার জানুয়ারি মাসে সুদের হার বাড়ায় ফেব্রুয়ারি থেকে তা আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ব্যাংক ঋণের সুদহার বাড়লে উৎপাদন খাতে বিনিয়োগ কমতে পারে। এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য ঋণের অপব্যবহার ও উৎপাদন খাতের ঋণপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি।
বেসরকারি খাতে সুদের হার বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে ভাবার সময় এসেছে। অন্যদিকে সরকার কম সুদে ঋণ নিচ্ছে। এই ঋণ বেশির ভাগই যাবে অনুৎপাদনশীল খাতে, তা নিয়ে মুদ্রানীতিতে কিছু বলার নেই।
গত বুধবার জানুয়ারি-জুন মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণাকালে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। মূলত মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে নীতি সুদহার বাড়ানো হয়েছে। যদিও চলতি অর্থবছরে মূল্যস্ফীতির সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। ঋণের প্রবৃদ্ধি ১১ থেকে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, নীতি সুদহার বাড়ালে ঋণের সুদহারও বাড়বে। নতুন সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু সরকার যে কম সুদে ঋণ পাচ্ছে, তার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সরকারের ঋণের প্রভাব তো বাজারে পড়বে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বেসরকারি খাতে একসময় ১৮ থেকে ২০ শতাংশ সুদ ছিল; কিন্তু পরিস্থিতি তখন ভালো ছিল। এখন তো বিশেষ সময় চলছে। সুদের হার প্রতি মাসে বাড়ছে। এর একটা সীমা থাকা দরকার। নয় তো ব্যবসায় ক্ষতিকর প্রভাব পড়বে। আবার সরকার তো স্বল্পমেয়াদী ঋণ নিচ্ছে। সেখানে তো সুদের হার কম।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১৭ মিনিট আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
২৫ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে