অনলাইন ডেস্ক
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য একটি পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগ, দান বা অনুদানের ওপর কর রেয়াতের যে সুবিধা এত দিন ছিল, তা আর থাকছে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং ৯ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।
আজ রোববার আয়কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের এই পদক্ষেপ করব্যবস্থার সামগ্রিক কাঠামোয় পরিবর্তন আনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২-এর দফা ১৫ বাতিল করা হয়েছে। আগে যেখানে বলা ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে দান করা অর্থ কর রেয়াতের আওতায় আসবে, এখন সেই সুবিধা আর প্রযোজ্য নয়।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোয় ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াতের বিশেষ সুবিধা পেতেন।
২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারার অধীনে করদাতাদের এই বিশেষ সুবিধা দেওয়া হতো। একই সঙ্গে এই ধারাগুলোর মাধ্যমে শুধু বঙ্গবন্ধু নয়, মোট ২০টি নির্ধারিত খাতে বিনিয়োগ বা দান করলেও করদাতারা তাঁদের করের পরিমাণ কমিয়ে আনার সুযোগ পেতেন।
গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেয় না। সেদিনই ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়।
এরপর, ১১ নভেম্বর উপদেষ্টা মাহফুজ আলম জানান, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য একটি পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগ, দান বা অনুদানের ওপর কর রেয়াতের যে সুবিধা এত দিন ছিল, তা আর থাকছে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং ৯ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।
আজ রোববার আয়কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের এই পদক্ষেপ করব্যবস্থার সামগ্রিক কাঠামোয় পরিবর্তন আনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২-এর দফা ১৫ বাতিল করা হয়েছে। আগে যেখানে বলা ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে দান করা অর্থ কর রেয়াতের আওতায় আসবে, এখন সেই সুবিধা আর প্রযোজ্য নয়।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোয় ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াতের বিশেষ সুবিধা পেতেন।
২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারার অধীনে করদাতাদের এই বিশেষ সুবিধা দেওয়া হতো। একই সঙ্গে এই ধারাগুলোর মাধ্যমে শুধু বঙ্গবন্ধু নয়, মোট ২০টি নির্ধারিত খাতে বিনিয়োগ বা দান করলেও করদাতারা তাঁদের করের পরিমাণ কমিয়ে আনার সুযোগ পেতেন।
গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেয় না। সেদিনই ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়।
এরপর, ১১ নভেম্বর উপদেষ্টা মাহফুজ আলম জানান, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
২ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
২ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
২ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১০ ঘণ্টা আগে