নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নেই। ফলে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় সম্ভব হয় না। করযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের আওতায় আনার পর এবার এনবিআর ভ্যাট বিভাগের পক্ষ থেকে বেশ কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে। এর ফলে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো এসব সেবা নিতে গেলে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধ করতে বাধ্য হবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি ভালো উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনবে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে পরবর্তী পর্যায়ে কঠোর নজরদারি রাখা জরুরি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬২ লাখ ৪৪ হাজার ২১৪। এর মধ্যে ৩৯ লাখ গ্রামাঞ্চলে ও ২৩ লাখ শহরাঞ্চলে অবস্থিত। তবে এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫ লাখ ৬৮ হাজার। অর্থাৎ ছোট-বড় মিলিয়ে প্রায় ৫৭ লাখ প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে।
এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তারা নিবন্ধন বাড়ানোর চেষ্টা করছেন, তবে পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সহায়তার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এ বিষয়ে কমিশনারেট থেকে এনবিআরকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
এসব প্রস্তাবনা আমলে নিয়ে নিবন্ধন বাড়াতে কয়েকটি সেবা নেওয়ার ক্ষেত্রে বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর। সে জন্য মূসক বাস্তবায়ন থেকে মূসক নীতিতে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তা অনুমোদন করে আদেশ জারি করা হয়।
এসব সেবার মধ্যে একটি হলো ট্রেড লাইসেন্স। একটি ব্যবসায় উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রথম শর্ত হলো ট্রেড লাইসেন্স নেওয়া। নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা ট্রেড লাইসেন্স নবায়নের সময় বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নিবন্ধনহীন সব প্রতিষ্ঠানের নিবন্ধনের আওতায় চলে আসবে।
বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করতে হলে ইউটিলিটি সেবা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ বেশ কিছু সেবা নিতে হয়। এসব সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যবসায়ী সমিতি ও চেম্বার সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নিতে হবে, এমন শর্তারোপ করতে যাচ্ছে এনবিআর।
ছোট-বড় ব্যক্তিমালিকানাধীন বা যেকোনো অংশীদারত্ব ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে হয়। এই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করছে এনবিআর।
দেশের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নেই। ফলে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় সম্ভব হয় না। করযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের আওতায় আনার পর এবার এনবিআর ভ্যাট বিভাগের পক্ষ থেকে বেশ কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে। এর ফলে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো এসব সেবা নিতে গেলে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধ করতে বাধ্য হবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি ভালো উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনবে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে পরবর্তী পর্যায়ে কঠোর নজরদারি রাখা জরুরি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬২ লাখ ৪৪ হাজার ২১৪। এর মধ্যে ৩৯ লাখ গ্রামাঞ্চলে ও ২৩ লাখ শহরাঞ্চলে অবস্থিত। তবে এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫ লাখ ৬৮ হাজার। অর্থাৎ ছোট-বড় মিলিয়ে প্রায় ৫৭ লাখ প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে।
এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তারা নিবন্ধন বাড়ানোর চেষ্টা করছেন, তবে পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সহায়তার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এ বিষয়ে কমিশনারেট থেকে এনবিআরকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
এসব প্রস্তাবনা আমলে নিয়ে নিবন্ধন বাড়াতে কয়েকটি সেবা নেওয়ার ক্ষেত্রে বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর। সে জন্য মূসক বাস্তবায়ন থেকে মূসক নীতিতে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তা অনুমোদন করে আদেশ জারি করা হয়।
এসব সেবার মধ্যে একটি হলো ট্রেড লাইসেন্স। একটি ব্যবসায় উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রথম শর্ত হলো ট্রেড লাইসেন্স নেওয়া। নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা ট্রেড লাইসেন্স নবায়নের সময় বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নিবন্ধনহীন সব প্রতিষ্ঠানের নিবন্ধনের আওতায় চলে আসবে।
বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করতে হলে ইউটিলিটি সেবা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ বেশ কিছু সেবা নিতে হয়। এসব সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যবসায়ী সমিতি ও চেম্বার সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নিতে হবে, এমন শর্তারোপ করতে যাচ্ছে এনবিআর।
ছোট-বড় ব্যক্তিমালিকানাধীন বা যেকোনো অংশীদারত্ব ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে হয়। এই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করছে এনবিআর।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
১৭ মিনিট আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
১৯ মিনিট আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
২২ মিনিট আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৮ ঘণ্টা আগে