নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’
এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’
এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে।
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’
সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’
এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’
এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে।
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৭ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
১০ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
১০ ঘণ্টা আগে