নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।
গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।
প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।
এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।
গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।
প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।
এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
১ সেকেন্ড আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৮ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
১০ ঘণ্টা আগে