Ajker Patrika

রিহ্যাবের আবাসন মেলায় ফ্ল্যাটের ছড়াছড়ি, এক ছাদের নীচেই মিলছে ঋণও

অনলাইন ডেস্ক
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব ফেয়ার-২০২৪’। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) জমকালো আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় অংশ নিয়েছে ২২০টি স্টল, যেখানে উপস্থিত রয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান।

বিভিন্ন আবাসন কোম্পানিগুলো মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে ফ্ল্যাট বুকিং দিচ্ছে এবং একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ গৃহঋণের সুবিধা।

একাধিক স্টল এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরপুর, মোহাম্মদপুর এবং আফতাবনগর এলাকার ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। ছোট থেকে মাঝারি আকারের ফ্ল্যাট, বিশেষত ১১০০ থেকে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা তুলনামূলক বেশি।

রকিবুল নামে একজন ব্যবসায়ী এসেছিলেন উত্তরা থেকে। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট কিনতে আগ্রহী। মিরপুর বা আশপাশের এলাকা তাঁর পছন্দের। কারণ হিসেবে তিনি বলেন, মেট্রোরেল চলাচলের কারণে এখান থেকে যাতায়াত তুলনামূলক সহজ।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তিনি জানান, এলিফ্যান্ট রোড এলাকা থেকে এসেছেন। পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ছোট আকারের ফ্ল্যাট কিনতে চান তিনি। ব্যাংক থেকে বিশেষ ঋণ সুবিধায় তিনি এটি কিনবেন বলেও জানান।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়, ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, রিহ্যাবের এটি ২৬ তম আয়োজন। ক্রেতাদের সাড়া এখন পর্যন্ত তুলনামূলক খুব একটা বেশি নয়। তবে আগামীকাল, ২৫ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর ছুটির দিনগুলোতে ভিড় বাড়বে বলে আশা করেন তাঁরা।

রিহ্যাব ফেয়ার-২০২৪ চলবে আগামী ২৭ ডিসেম্বর,শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত