এএফপি
গত বছর অর্থাৎ, ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমেছে। তবে কোভিড-১৯ মহামারির আগে যা ছিল, তার তুলনায় দাম এখনো উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
গত শুক্রবার প্রকাশিত এফএও-এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, এফএওর সামগ্রিক খাদ্য মূল্যসূচক গত বছর গড়ে ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের গড় মানের তুলনায় ২ দশমিক ৬ পয়েন্ট বা ২ দশমিক ১ শতাংশ কম। তবে বছরজুড়ে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। জানুয়ারিতে সূচকটি ছিল ১১৭ দশমিক ৬ পয়েন্ট, যা ডিসেম্বর মাসে বেড়ে ১২৭ পয়েন্টে পৌঁছেছে।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মধ্যে সূচকটি ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এই দাম বাড়ার পেছনে মাংস, দুগ্ধজাত পণ্য এবং ভোজ্যতেলের দাম বাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিশ্বব্যাপী পাঁচ বছর আগের তুলনায় গত বছর খাদ্যপণ্যের দাম প্রায় ২৬ শতাংশ বেশি ছিল। কোভিড-১৯ মহামারির সময় বিশ্ববাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় খাদ্যের দাম প্রথমে সামান্য কমলেও পরে মূল্যস্ফীতি এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের ফলে তা দ্রুত বাড়ে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। কারণ, উভয় দেশই প্রধান গম রপ্তানিকারক। তবে পণ্য পরিবহন সচল রাখতে নেওয়া উদ্যোগগুলোর কারণে ২০২৪ সালের শুরুর দিকে দাম কিছুটা কমে আসে। ২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে খাদ্য মূল্যসূচকের গড় মানের পতন মূলত সিরিয়াল ও চিনির দামের কমার কারণে হয়েছে। সিরিয়াল ২০২৩ সালের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ এবং চিনির মূল্যসূচক ১৩ দশমিক ২ শতাংশ কমেছে। উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা এই পতনের একটি অংশ পুষিয়ে দিয়েছে।
বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দামের এই সামান্য হ্রাস সত্ত্বেও বাজার পরিস্থিতি এখনো ক্রেতাদের জন্য চ্যালেঞ্জিং রয়ে গেছে। আশা করা হচ্ছে, আগামীর বছরগুলোতে সাপ্লাই চেইন এবং বাণিজ্য ব্যবস্থায় উন্নয়ন ঘটলে এফএওর সূচকে আরও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
গত বছর অর্থাৎ, ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমেছে। তবে কোভিড-১৯ মহামারির আগে যা ছিল, তার তুলনায় দাম এখনো উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
গত শুক্রবার প্রকাশিত এফএও-এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, এফএওর সামগ্রিক খাদ্য মূল্যসূচক গত বছর গড়ে ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের গড় মানের তুলনায় ২ দশমিক ৬ পয়েন্ট বা ২ দশমিক ১ শতাংশ কম। তবে বছরজুড়ে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। জানুয়ারিতে সূচকটি ছিল ১১৭ দশমিক ৬ পয়েন্ট, যা ডিসেম্বর মাসে বেড়ে ১২৭ পয়েন্টে পৌঁছেছে।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মধ্যে সূচকটি ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এই দাম বাড়ার পেছনে মাংস, দুগ্ধজাত পণ্য এবং ভোজ্যতেলের দাম বাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিশ্বব্যাপী পাঁচ বছর আগের তুলনায় গত বছর খাদ্যপণ্যের দাম প্রায় ২৬ শতাংশ বেশি ছিল। কোভিড-১৯ মহামারির সময় বিশ্ববাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় খাদ্যের দাম প্রথমে সামান্য কমলেও পরে মূল্যস্ফীতি এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের ফলে তা দ্রুত বাড়ে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। কারণ, উভয় দেশই প্রধান গম রপ্তানিকারক। তবে পণ্য পরিবহন সচল রাখতে নেওয়া উদ্যোগগুলোর কারণে ২০২৪ সালের শুরুর দিকে দাম কিছুটা কমে আসে। ২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে খাদ্য মূল্যসূচকের গড় মানের পতন মূলত সিরিয়াল ও চিনির দামের কমার কারণে হয়েছে। সিরিয়াল ২০২৩ সালের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ এবং চিনির মূল্যসূচক ১৩ দশমিক ২ শতাংশ কমেছে। উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা এই পতনের একটি অংশ পুষিয়ে দিয়েছে।
বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দামের এই সামান্য হ্রাস সত্ত্বেও বাজার পরিস্থিতি এখনো ক্রেতাদের জন্য চ্যালেঞ্জিং রয়ে গেছে। আশা করা হচ্ছে, আগামীর বছরগুলোতে সাপ্লাই চেইন এবং বাণিজ্য ব্যবস্থায় উন্নয়ন ঘটলে এফএওর সূচকে আরও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
২ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৪ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৪ ঘণ্টা আগে