Ajker Patrika

এক মাস পর আইডিআরএর চার সদস্য নিয়োগ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় এক মাস পর দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্যপদে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত সোমবার এ-সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদ (লাইফ), মেঘনা ইনস্যুরেন্সের সাবেক সিইও মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক (প্রশাসন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল সদস্য (আইন)।

এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পরিবর্তনের পর গত ৭ নভেম্বর আইডিআরএর চার সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর তাঁদের স্থলে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা সবাই আজ (গতকাল) যোগদান করেছেন।’

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা-৫-এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি, যা আগে ঘটে, সে সময়ের জন্য তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত