Ajker Patrika

এলপিজি গ্যাসের দাম বেঁধে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৫: ৫১
এলপিজি গ্যাসের দাম বেঁধে দিল সরকার

বাসা-বাড়িতে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯১ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডার এলপিজিরি দাম মূসকসহ ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে। বিইআরসির সচিব রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, গণশুনানি শেষে সার্বিক বিবেচনা ও কমিশনে দাখিল করা তথ্য যাচাই-বাছাই করে দাম চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট করে দেয়া দাম আজ সোমবার থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করতেও আদেশ দিয়েছে সংস্থাটি।

বিক্রেতারা নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নে বিইআরসির চেয়ারম্যান ভোক্তাদের বাড়তি দাম না দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সারাদেশে একই দাম থাকবে। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে কোম্পানি ও বিক্রেতারা বাধ্য। কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগেুলো নিজেরাই এলপিজির দাম নির্ধারণ করতো। 

এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিতে জনস্বার্থে ২০১৬ সালে রিট আবেদন করেছিল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

  • এলপিজিএল কর্তৃক সরবরাহকৃত ১২ দশিমক ৫ লিটার এলপিজির দাম ৫৯১ টাকা
  • বেসরকারি প্রতিষ্ঠানের রিটেইল পয়েন্টে এলপিজির মূল্য মূসকসহ ৮১ দশমিক ৩০ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম মূসকসহ ৯৭৫ টাকা।
  • বেসরকারি প্রতিষ্ঠানের রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যেম সরবরাহ করা এলপিজির ভোক্তা পর্যায়ে মূল্য মূসকসহ প্রতি কেজি ৭৯ দশমিক ০১ টাকা। গ্যাসীয় অবস্থায় মূল্য মূসকসহ প্রতি লিটার দশমিক ১৭৫৬ টাকা।
  • ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৪৭ দশমিক ৯২ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত