নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোজ্যতেলের সংকট চলছে তিন মাস ধরে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না কিছুতেই। এর মধ্যে শুরু হয়েছে রোজা। ফলে বাজারে বেড়ে গেছে তেল, ছোলা, মাংস, মুরগি, শসা, লেবু, বেগুনসহ বিভিন্ন পণ্যের চাহিদা। এতে এসব পণ্যের দাম বেড়েছে আরেক দফা।
বাজারের এমন পরিস্থিতিতে গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বাজার পরিদর্শন করেছেন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্যতেলের সংকট সমাধানে আবারও প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের বলেছেন, আগামী দুই দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সমস্যা সমাধান হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন ৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল। গত ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে একই আশ্বাস দিয়েছিলেন ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রাজধানীর সেগুনবাগিচা বাজারে কথা হয় আল আমিন নামের একজন ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেল নেই আগে থেকেই। তেল নিয়ে কী হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই।
সরকার বারবার বলছে সমস্যা সমাধান হবে, কিন্তু হচ্ছে না।’
রাজধানীর রামপুরা, সেগুনবাগিচা, বনশ্রীসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, দোকানগুলোয় সয়াবিন তেলের কোনো বোতল নেই। ক্রেতার সঙ্গে হতাশা প্রকাশ করলেন বিক্রেতারাও।
সেগুনবাগিচা বাজারের বিক্রেতা সিফাত বলেন, ‘কোম্পানিগুলো বাড়তি দামে খোলা তেল বিক্রি করছে। কিন্তু আমরা খোলা তেল বিক্রি করি না। আমাদের সব ক্রেতা বোতলজাত তেলের। ফলে তেল বিক্রি বন্ধ রয়েছে রোজার আগে থেকেই।’
সয়াবিন তেলের সংকটের সঙ্গে নতুন করে বেড়েছে তরল দুধের দাম। গতকাল রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, আড়ং, প্রাণ, ফার্ম ফ্রেশসহ বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে লিটারে ১০ টাকা। প্রতি লিটার দুধের খুচরা মূল্য ১০০ টাকা রাখছে কোম্পানিগুলো; যা আগে ৯০ টাকা ছিল।
এ ছাড়া তরল খোলা দুধের দামও বাড়িয়েছেন দোকানদার ও সরবরাহকারীরা। যাঁরা আগে প্রতি লিটার ৯০ টাকা রাখতেন, তাঁরা এখন ১০০ টাকা এবং যাঁরা আগে ১০০ টাকা রাখতেন, তাঁরা ১১০ টাকা রাখছেন।
রোজার বাজারে সবজিতে চাহিদার শীর্ষে থাকে বেগুন। রোজার দুই দিনে তাই বেগুনের দাম যথারীতি বেশ বাড়তি। কেজিতে ৪০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা কেজি।
বেগুনের সঙ্গে সঙ্গে শসার দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি, যা শনিবার ছিল ৬০ থেকে ৮০ টাকা।
লেবুর দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি হালি বড় আকারের লেবুর দাম ৮০ থেকে ১০০ টাকা। মাঝারি আকারের লেবু কিনতে ক্রেতার খরচ হচ্ছে হালিতে ৬০-৮০ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের সবজি বিক্রেতা মো. মোতালিব আজকের পত্রিকাকে বলেন, বাজারে লেবু, শসা ও বেগুনের ক্রেতা দ্বিগুণ হয়েছে। ফলে দামও বাড়তি। তবে অন্য সব সবজির দাম এখনো কম রয়েছে।
রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, এমন পণ্যের মধ্যে ছোলা, চিনি, ডাল, মাংস ও মুরগির দাম বেড়েছিল আগেই। এখনো বিক্রি হচ্ছে সেই বাড়তি দামেই।
ভোজ্যতেলের সংকট চলছে তিন মাস ধরে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না কিছুতেই। এর মধ্যে শুরু হয়েছে রোজা। ফলে বাজারে বেড়ে গেছে তেল, ছোলা, মাংস, মুরগি, শসা, লেবু, বেগুনসহ বিভিন্ন পণ্যের চাহিদা। এতে এসব পণ্যের দাম বেড়েছে আরেক দফা।
বাজারের এমন পরিস্থিতিতে গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বাজার পরিদর্শন করেছেন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্যতেলের সংকট সমাধানে আবারও প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের বলেছেন, আগামী দুই দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সমস্যা সমাধান হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন ৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল। গত ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে একই আশ্বাস দিয়েছিলেন ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রাজধানীর সেগুনবাগিচা বাজারে কথা হয় আল আমিন নামের একজন ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেল নেই আগে থেকেই। তেল নিয়ে কী হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই।
সরকার বারবার বলছে সমস্যা সমাধান হবে, কিন্তু হচ্ছে না।’
রাজধানীর রামপুরা, সেগুনবাগিচা, বনশ্রীসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, দোকানগুলোয় সয়াবিন তেলের কোনো বোতল নেই। ক্রেতার সঙ্গে হতাশা প্রকাশ করলেন বিক্রেতারাও।
সেগুনবাগিচা বাজারের বিক্রেতা সিফাত বলেন, ‘কোম্পানিগুলো বাড়তি দামে খোলা তেল বিক্রি করছে। কিন্তু আমরা খোলা তেল বিক্রি করি না। আমাদের সব ক্রেতা বোতলজাত তেলের। ফলে তেল বিক্রি বন্ধ রয়েছে রোজার আগে থেকেই।’
সয়াবিন তেলের সংকটের সঙ্গে নতুন করে বেড়েছে তরল দুধের দাম। গতকাল রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, আড়ং, প্রাণ, ফার্ম ফ্রেশসহ বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে লিটারে ১০ টাকা। প্রতি লিটার দুধের খুচরা মূল্য ১০০ টাকা রাখছে কোম্পানিগুলো; যা আগে ৯০ টাকা ছিল।
এ ছাড়া তরল খোলা দুধের দামও বাড়িয়েছেন দোকানদার ও সরবরাহকারীরা। যাঁরা আগে প্রতি লিটার ৯০ টাকা রাখতেন, তাঁরা এখন ১০০ টাকা এবং যাঁরা আগে ১০০ টাকা রাখতেন, তাঁরা ১১০ টাকা রাখছেন।
রোজার বাজারে সবজিতে চাহিদার শীর্ষে থাকে বেগুন। রোজার দুই দিনে তাই বেগুনের দাম যথারীতি বেশ বাড়তি। কেজিতে ৪০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা কেজি।
বেগুনের সঙ্গে সঙ্গে শসার দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি, যা শনিবার ছিল ৬০ থেকে ৮০ টাকা।
লেবুর দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি হালি বড় আকারের লেবুর দাম ৮০ থেকে ১০০ টাকা। মাঝারি আকারের লেবু কিনতে ক্রেতার খরচ হচ্ছে হালিতে ৬০-৮০ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের সবজি বিক্রেতা মো. মোতালিব আজকের পত্রিকাকে বলেন, বাজারে লেবু, শসা ও বেগুনের ক্রেতা দ্বিগুণ হয়েছে। ফলে দামও বাড়তি। তবে অন্য সব সবজির দাম এখনো কম রয়েছে।
রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, এমন পণ্যের মধ্যে ছোলা, চিনি, ডাল, মাংস ও মুরগির দাম বেড়েছিল আগেই। এখনো বিক্রি হচ্ছে সেই বাড়তি দামেই।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৭ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৯ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৯ ঘণ্টা আগে