নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে আবারও সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে টানা পতনের পর গত বৃহস্পতিবার সূচকের উত্থান হলেও আজ দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৭ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৭ ও ২৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইতে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
সে হিসাবে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬১ কোটি টাকা। আগের কার্যদিবস (গত বৃহস্পতিবার) ডিএসইতে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯২টির, বেড়েছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে আজকের শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা ও বিএটিবিসি।
এ ছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ারের দাম কমেছে ২০৫টির, বেড়েছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ২১টি শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৮১ লাখ টাকা।
দেশের পুঁজিবাজারে আবারও সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে টানা পতনের পর গত বৃহস্পতিবার সূচকের উত্থান হলেও আজ দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৭ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৭ ও ২৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইতে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
সে হিসাবে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬১ কোটি টাকা। আগের কার্যদিবস (গত বৃহস্পতিবার) ডিএসইতে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯২টির, বেড়েছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে আজকের শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা ও বিএটিবিসি।
এ ছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ারের দাম কমেছে ২০৫টির, বেড়েছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ২১টি শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৮১ লাখ টাকা।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড মুনাফার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিমান ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে, যা ইতিহাসে সর্বোচ্চ।
২ ঘণ্টা আগেদেশের মুদ্রাবাজারে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেন চলছে পুরোদমে। চলতি সপ্তাহের প্রথম দিনের তুলনায় আজ ডলারের দাম স্থিতিশীল রয়েছে। স্থিতিশীল রয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম স্থিতিশীল রয়েছে।
৪ ঘণ্টা আগেঋণ পুনঃ তফসিলের জন্য সরকারি ব্যাংকের দেওয়া বিশেষ সুযোগ নিতে ১ হাজার ২৫৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০০ আবেদন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলতি মাসে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে।
১৪ ঘণ্টা আগেসরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
১৪ ঘণ্টা আগে