Ajker Patrika

১০ স্থানে ডাইক ভেঙে পানি ঢুকছে জকিগঞ্জে, লাখো মানুষ পানিবন্দী

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১২: ২৭
১০ স্থানে ডাইক ভেঙে পানি ঢুকছে জকিগঞ্জে,  লাখো মানুষ পানিবন্দী

সিলেটের জকিগঞ্জের বারঠাকুরি ইউনিয়নের আমলশীদে কুশিয়ারা নদীর তীব্র স্রোতের কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডাইক ভেঙে গেছে। এতে সুরমা ও কুশিয়ারা নদীর ১০টি স্থানে ডাইক ভেঙে হু হু করে পানি ঢুকছে জকিগঞ্জে। রাতে এ বিষয়ে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা চৌধুরী ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন। ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ এবং ভাটির বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পল্লব হোম দাস জানান, উপজেলার বারহাল ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যা কবলিত। বাকি ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকা এখন বন্যায় আক্রান্ত। প্রায় ১০০টি গ্রামের লাখো মানুষ এখন পানিবন্দী। বারহাল ইউনিয়নের শরীফাবাদ, নূরনগর, উত্তর খিলোগ্রাম, নোয়াগ্রাম, কচুয়া, চক, বারকুলি গ্রামে এবং মানিকপুর ইউনিয়নের বাল্লাগ্রামে সুরমার ডাইক ভেঙে গেছে। বন্যার্তদের জন্য ২৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুই দফায় ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ১ লাখ টাকার শুকনো খাবার বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। আউশ ফসল, সবজি, ফিশারী-পুকুরের মাছ, গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত