Ajker Patrika

সুনামগঞ্জ হাসপাতালের সামনে অবৈধ দখল উচ্ছেদে অভিযান

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পৌর প্রশাসক জানান, জনগণের দীর্ঘদিনের দাবি ছিল হাসপাতালের সামনে যে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদ করা। অবৈধ দখলদারদের জন্য রাস্তাঘাটে মানুষের চলাফেরা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল।

এই কর্মকর্তা বলেন, ‘আমরা এগুলো একাধিকবার উচ্ছেদ করেছিলাম। আজকেও একেবারে পরিপূর্ণভাবে উচ্ছেদ করেছি। পরে যদি আমরা তাঁদের (দখলদার) পাই, তাহলে জেল-জরিমানার ব্যবস্থা করব। আশা করি, আর সাহস পাবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত