Ajker Patrika

লন্ডনে কাউন্সিলর হলেন জগন্নাথপুরের ৮ জন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
লন্ডনে কাউন্সিলর হলেন জগন্নাথপুরের ৮ জন

যুক্তরাজ্যের লন্ডনের স্থানীয় নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটজন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসসহ বিভিন্ন শহরের ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁদের জয় নিয়ে বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি জগন্নাথপুর উপজেলাজুড়ে খুশির বন্যা বইছে।

নির্বাচিতরা হলেন—জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা সাবিয়া কামালী। তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের বারা অব নিউ হামের স্টাটপোর্ট এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দা সায়মা আহমেদ লন্ডনের রেডব্রীজ এলাকা থেকে কাউন্সিলর নির্বাচনে বাঙালি নারী প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। 

একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলী আহমেদ রচডেল এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সৈয়দ শেকুল ইসলাম লেবার পার্টি থেকে লন্ডনের রেডব্রিজ বারার ক্রানব্রোক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনিও সৈয়দপুরের (গোয়ালগাঁও) বাসিন্দা। একই এলাকার শেখ আব্দুল কাদির লিবারেল ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে সেন্ট্রাল সাউথসি ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শাকিলা বেগম যুক্তরাজ্যের ওয়ালসাল পালফ্রি ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

আবদুল হাফিজ লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের পোর্ট সাউথ বাফিন্স ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে আবদুল হাফিজ টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রিন ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর স্বামী আহাদ চৌধুরী লন্ডনের ‘দ্য এডিটরস’-এর সম্পাদক। 

জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী শাহেদ রহমান জানান, এ উপজেলার আটজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় লন্ডনের বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। 

এদিকে জগন্নাথপুরের আট প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিজয়ী কাউন্সিলরদের স্বজনেরা আনন্দ-উচ্ছ্বাস ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করছেন। 

নবনির্বাচিত কাউন্সিলর আবদুল কাদিরের চাচাতো ভাই শেখ রামিম আহমেদ বলেন, তাঁর চাচাতো ভাই লন্ডনে কাউন্সিলর পদে জয়ী হওয়ার খবরে পাড়া–প্রতিবেশী ও স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে। তিনি দেশে এলে আরও বড় পরিসরে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। লন্ডনের পাশাপাশি গ্রামের উন্নয়নে তিনি অনেক ভূমিকা রাখছেন। 

উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, ‘আমার ইউনিয়নের বাসিন্দা রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। তিনি এই ইউনিয়নের গর্ব। তাহার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’ 

উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হাসান বলেন, বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে আমাদের এলাকার সন্তানেরা মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন, যা সত্যি আনন্দের। আমার ইউনিয়নের ৫ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। তাঁরা নির্বাচিত হওয়ায় দেশে থাকা স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। 

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ উপজেলার আট প্রবাসী যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হওয়া শুধুমাত্র জগন্নাথপুরের গর্ব নয়, এটি আমাদের দেশের গর্ব। তাঁরা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত