Ajker Patrika

বালু-পাথরসহ জব্দ নৌকা ফেরত চেয়ে সিলেটে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৮: ৩৯
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের ভোলাগঞ্জ ও জাফলংয়ে জব্দ করা বারকি নৌকা ছেড়ে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বালু-পাথর উত্তোলন শ্রমিকেরা। এ সময় তাঁরা আগামী রোববারের মধ্যে সব বারকি নৌকা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় সড়ক অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে সাধারণ যাত্রী ও পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।

গত রোববার মধ্যরাতে সাদা পাথর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১৩৬টি বারকি নৌকা ও ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে থানায় নিয়মিত আইনে মামলাও করা হয়। এই নৌকা ছেড়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয় শ্রমিকেরা। তখন তারা ঘোষণা দেন আগামী রোববারের মধ্যে সব নৌকা ছেড়ে না দিলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। পরে স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আলটিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেন।

oborodh-2

বারকি শ্রমিকের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন সিলেট–৪ আসনে এমপি পদে তৃণমূল বিএনপির পরাজিত প্রার্থী আবুল হোসেন। তিনি বলেন, গত রোববার মধ্যরাতে নদীর বিভিন্ন স্থানে রাখা বারকি নৌকা তুলে এনে ভোলাগঞ্জ বিজিবি ক্যাম্পে আটক করে উপজেলা প্রশাসন। আগামী রোববারের মধ্যে সব বারকি নৌকা ছেড়ে না দিলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘এ সপ্তাহে ইউএনও নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে নৌকা ও পাথর জব্দের কারণে তারা এই সড়ক অবরোধ করেছেন। পরে ঘণ্টাখানেক পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন। থানায় এ বিষয়ে মামলা হয়েছে। তাদের বলেছি আইনি প্রক্রিয়ায় যেটা হয়, সেটাই করব আমরা।’

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘টাস্কফোর্সের অভিযানে নৌকা ও পাথর জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ওসি পরবর্তী পদক্ষেপ নেবেন। এটি তো টাস্কফোর্সের অভিযান ছিল, আমার একক সিদ্ধান্ত ছিল না। অভিযানে পুলিশ-বিজিবি ছিলেন। তারা আটক করে নিয়ে এসেছেন এবং পরে নিয়মিত মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত