Ajker Patrika

মুক্তিযোদ্ধাদের উপহারের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
মুক্তিযোদ্ধাদের উপহারের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের সরকারি উপহারের ঘর ‘বীর নিবাস’ তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম পাওয়ায় এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুরে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩৬ শতাংশ জমিতে ৪ জন মুক্তিযোদ্ধার জন্য সরকারি বরাদ্দের ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিজন মুক্তিযোদ্ধার জন্য ৯ শতাংশ জমিতে ১৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে এই ‘বীর নিবাস’-এর কাজ চলমান। 

ঘর বরাদ্দ পাওয়া চারজন মুক্তিযোদ্ধা হলেন-মানিক মিয়া, খিতিশ চন্দ্র সেন, আব্দুল মালিক, আব্দুল খালিক। তাদের অভিযোগ, ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। আজ রোববার তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিক নির্মিত দেয়াল ভাঙার নির্দেশ দেন।

বরাদ্দপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বলেন, ‘উপহারের এই বিশেষ ঘরেও দুর্নীতি করা হচ্ছে। এর জন্য আমরা হতবাক। যেখানে যে পরিমাণ নির্মাণ সামগ্রী ব্যবহার করার কথা, সেখানে সেটা হচ্ছে না। এ জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। তিনি এসে নিম্নমানের এসব কাজ ভেঙে দিয়েছেন।’

এ বিষয়ে জানতে ঘরগুলো নির্মাণের ঠিকাদার উজ্জ্বল আহমদকে ফোন করা হলে-‘এখন আমি ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিক বার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ হচ্ছে দেখে তাৎক্ষণিক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। এ ছাড়া সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ঠিকাদারকে ডেকে এনে সতর্ক করে দিয়েছি এবং বলেছি এ রকম কাজ পুনরায় হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইউএনও বলেন, ‘মান ঠিক রেখে কাজ করার শর্তে পুনরায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত