Ajker Patrika

সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে শাবিপ্রবির আন্দোলন 

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৩৫
সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে শাবিপ্রবির আন্দোলন 

সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে চলমান রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের আন্দোলন। আজ রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে দায়িত্বহীন প্রভোস্ট কমিটির পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করা, হলের স্বাভাবিক সুস্থ পরিবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বেগম সিরাজজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর প্রশাসনের উপস্থিতিতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেন তাঁরা। 

হামলার সময় ১০-১২ জন শিক্ষার্থী আহত এবং হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,‘আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীরের কাছে জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত