Ajker Patrika

ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজারে কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে ফয়েজ উদ্দিন (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট সড়কের সরকার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফয়েজ উদ্দিন মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান কলেজের ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ উদ্দীন মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন। ফেরার পথে অতিরিক্ত গতির কারণে কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলের চাকার আঘাত মাথায় লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, ফয়েজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে সরকার বাজার এলাকায় আসলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত