Ajker Patrika

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি কারাগারে

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগরে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মাছুয়াকান্দা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির মিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ / ৪০ জন নেতা কর্মী গত ২৭ নভেম্বর মধ্যনগর বাজারে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের অফিসে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকার পতনে অন্তর্ঘাতমূলক কার্য করার জন্য প্রস্তুতি গ্রহণের খবর পায় পুলিশ।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবনতি করে বুধবার থানার এসআই মো. আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত