শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে কৈতক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসী।
নিহত যুবকের নাম উজির মিয়া (৪০)। তিনি উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত কাছা মিয়ার ছেলে। গরু চুরির মামলায় তাকে আটক করেছিল পুলিশ। পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় গরুচোর সন্দেহে অভিযান চালায় শান্তিগঞ্জ থানা-পুলিশ। ওই দিন উজির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন উজির মিয়াকে আদালতে পাঠানো হলে জামিন পান তিনি। জামিন পাওয়ার ১০ দিন পর আজ সোমবার তিনি মারা যান।
পরিবারের অভিযোগ, পুলিশ উজিরকে ধরে নিয়ে থানায় নির্যাতন করেছে। এরপরের দিন তাঁকে একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন তিনি। এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় দুপুর ২টা থেকে উপজেলার পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে যায়। লম্বা যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে প্রশাসন ও পুলিশের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত যুবকের ছোট ভাই গোলাম সারায়োর মাসুম বলেন, ‘পুলিশ আমার নির্দোষ ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা ভাই একটা রাতও ঘুমাতে পারেনি। শুধু যন্ত্রণায় চিৎকার করেছে।’
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্তৃপক্ষ বলছে, উজির মিয়াকে একটি গরু চুরির মামলায় গরুচোর সন্দেহে গ্রেপ্তারের পর স্বাভাবিক প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছিল। ওই দিন পরিবারের লোকজনদের উপস্থিতিতে আদালতের মাধ্যমে তিনি জামিন মুক্ত হন। তখন আদালতে নাজির মিয়া সুস্থ ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির আহমদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে কৈতক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসী।
নিহত যুবকের নাম উজির মিয়া (৪০)। তিনি উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত কাছা মিয়ার ছেলে। গরু চুরির মামলায় তাকে আটক করেছিল পুলিশ। পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় গরুচোর সন্দেহে অভিযান চালায় শান্তিগঞ্জ থানা-পুলিশ। ওই দিন উজির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন উজির মিয়াকে আদালতে পাঠানো হলে জামিন পান তিনি। জামিন পাওয়ার ১০ দিন পর আজ সোমবার তিনি মারা যান।
পরিবারের অভিযোগ, পুলিশ উজিরকে ধরে নিয়ে থানায় নির্যাতন করেছে। এরপরের দিন তাঁকে একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন তিনি। এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় দুপুর ২টা থেকে উপজেলার পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে যায়। লম্বা যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে প্রশাসন ও পুলিশের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত যুবকের ছোট ভাই গোলাম সারায়োর মাসুম বলেন, ‘পুলিশ আমার নির্দোষ ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা ভাই একটা রাতও ঘুমাতে পারেনি। শুধু যন্ত্রণায় চিৎকার করেছে।’
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্তৃপক্ষ বলছে, উজির মিয়াকে একটি গরু চুরির মামলায় গরুচোর সন্দেহে গ্রেপ্তারের পর স্বাভাবিক প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছিল। ওই দিন পরিবারের লোকজনদের উপস্থিতিতে আদালতের মাধ্যমে তিনি জামিন মুক্ত হন। তখন আদালতে নাজির মিয়া সুস্থ ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির আহমদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে