Ajker Patrika

বাতাসে ছড়ানো দুর্গন্ধে মিলল যুবকের মরদেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাতাসে ছড়ানো দুর্গন্ধে মিলল যুবকের মরদেহ

বাতাসে ছড়ানো দুর্গন্ধে মিলল এক যুবকের গলিত মরদেহ। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে মামুন আহমদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মঈন ভিলার পাশে আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। এ সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছিল। শ্রমিকেরা দুর্গন্ধ পেয়ে মঈন ভিলার দিকে এগিয়ে যান। এ সময় তাঁরা নির্জন বাড়িটিতে কোনো লোকজনকে দেখতে না পেয়ে স্থানীদের বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে এ খবর গ্রামের ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হন ওই বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঈন ভিলার একটি কক্ষ থেকে মামুন আহমদের গলিত মরদেহ উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানান, তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে মামুন বাড়িতে একাই বসবাস করতে। তাঁর মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। প্রায় ৫ বছর আগে মামুন বিয়ে করলেও দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটেছে। তাঁর দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানেক আগে তাকে গ্রামের লোকজন দেখেছেন। ধারণা করা হচ্ছে, হৃৎক্রিয়া বন্ধ হয়ে হয়তো মারা গেছে। 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত বলেন, বাড়িতে একাই থাকতে তিনি। মরদেহ কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো  অভিযোগ না থাকায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত