নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৫ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৪ মিনিট আগে