প্রতিনিধি
সিলেট: সিলেটে ভূমিকম্পে নগরীর রাজা গিরিশ চন্দ্র (জিসি) স্কুল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্কুল ভবনে ফাটলের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তিন দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর বিদ্যালয়ের দ্বিতল ভবন ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়।
১৮৮৬ সালে বিদ্যালয়টি নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। পরবর্তীতে স্কুলের এই ভবনটি ২০০৬ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত হয়। তবে ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।
এদিকে ভবনে ফাটল দেখা দেওয়ার খবরে সেখানে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিসিকের কর্মকর্তারাও ছিলেন। ভবন পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক বলেন, ‘বিদ্যালয়ের এই ভবন এবং সামনে যে মার্কেট ভবন রয়েছে দুটোই বিপজ্জনক হয়ে উঠেছে। ভবন দুটিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সবাইকে সতর্ক থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানান।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।
সিলেট: সিলেটে ভূমিকম্পে নগরীর রাজা গিরিশ চন্দ্র (জিসি) স্কুল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্কুল ভবনে ফাটলের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তিন দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর বিদ্যালয়ের দ্বিতল ভবন ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়।
১৮৮৬ সালে বিদ্যালয়টি নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। পরবর্তীতে স্কুলের এই ভবনটি ২০০৬ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত হয়। তবে ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।
এদিকে ভবনে ফাটল দেখা দেওয়ার খবরে সেখানে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিসিকের কর্মকর্তারাও ছিলেন। ভবন পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক বলেন, ‘বিদ্যালয়ের এই ভবন এবং সামনে যে মার্কেট ভবন রয়েছে দুটোই বিপজ্জনক হয়ে উঠেছে। ভবন দুটিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সবাইকে সতর্ক থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানান।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।
একদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।
২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি মহাসড়কের ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
৫ মিনিট আগেমুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অনেক ধরনের থিওরিটিক্যাল (তাত্ত্বিক) আলোচনা করেছি, সেসব আর করতে চাই না। আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে। কিন্তু সেটা একবারেই হবে না, তাই আমাদের ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’
৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
১২ মিনিট আগে