Ajker Patrika

হাওরে ক্ষয়-ক্ষতির তথ্য গোপন করার অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরে ক্ষয়-ক্ষতির তথ্য গোপন করার অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের সুনামগঞ্জে পর পর হাওর ডুবির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন। আজ মঙ্গলবার দুপুরে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। 

লিখিত বক্তব্যে বিজন সেন বলেন, গত ২ এপ্রিল থেকে শুরু করে ২৬ এপ্রিল পর্যন্ত বাঁধ ভেঙে ও পানি উপচে জেলার ছোট বড় ৩১টি হাওর তলিয়ে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। বেশির ভাগ হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য তুলে না ধরে, বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের পক্ষে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে। সেই সঙ্গে হাওরে এখনো অর্ধেক ধান কাঁচা অবস্থায় থাকলেও কৃষি বিভাগ খাতাকলমে ধান কাটার পার্সেন্টেজ বাড়িয়ে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে বলে অভিযোগ করা হয় সংগঠনের পক্ষ থেকে। তাই, কৃষকের স্বার্থে হাওর ডুবির প্রকৃত তথ্য সরকারকে জানানোর পাশাপাশি হাওর ধান কাটার সঠিক তথ্য তুলে ধরতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুকেন্দু সেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত