অনলাইন ডেস্ক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী পিকআপের সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে