অনলাইন ডেস্ক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
৭ মিনিট আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
৩৪ মিনিট আগেপোশাক খাতে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’। বেকারি পণ্য ও হোটেল ব্যবসায়ও সুনাম রয়েছে গ্রুপটির। বছরে সর্বোচ্চ ১ হাজার ২০০ কোটি টাকা রপ্তানি আয়ের রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। কর্ণধার আব্দুচ ছালামের শ্রম ও ঘামে তিলে তিলে শূন্য থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে ওয়েল গ্রুপ।
৩৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
২ ঘণ্টা আগে