Ajker Patrika

নিজের গ্রামে শেষ ঠাঁই হলো না তাঁদের

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৯: ৩৮
নিজের গ্রামে শেষ ঠাঁই হলো না তাঁদের

সিলেটের জকিগঞ্জে ভয়াবহ বন্যায় ৪০ টিরও বেশি গ্রামের দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যায় খাবার সংকটসহ নানান রকম সংকটে রয়েছেন তাঁরা। বেশির ভাগ গ্রামে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার মতো শুকনো জায়গাটুকুও নেই। এমন পরিস্থিতিতে নিজের গ্রামে শেষ ঠাঁইটুকুও হলো না বদর উদ্দিন ও লোকমান আহমদের। বন্যার কারণে শুকনো স্থান না পাওয়ায় তাঁদের অন্য গ্রামে দাফন করা হয়।

গতকাল বুধবার উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর থেকে ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে নিয়ে দাফন করা হয় মৃত লোকমান আহমদের মরদেহ। 

জানা যায়, পূর্ব মোহাম্মদপুর এলাকার মৃত আতেক মিয়ার ছেলে লোকমান আহমদ দীর্ঘদিন থেকে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তিন সন্তানের জনক কালিগঞ্জ বাজারের সবজি বিক্রেতা লোকমান মৃত্যুর আগমুহূর্তে ওষুধের খরচ জোগাড় করতে একমাত্র বসতভিটাও বিক্রি করেছেন। হতদরিদ্র লোকমান আহমদের মৃত্যুর পর মরদেহ দাফন নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। বন্যায় তাদের পারিবারিক গোরস্থান এবং গ্রামে শুকনো স্থানও তলিয়ে গেছে। দাফনের জন্য কোনো স্থান না পেয়ে শেষ পর্যন্ত তাদের পুরোনো বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নের হাতিডহরে নৌকায় করে মরদেহ নিয়ে দাফন করতে হয়। 

এর আগে মারা যান উপজেলার বারহাল ইউনিয়নের চক গ্রামের বদর উদ্দিন। বন্যার কারণে তাঁকে গ্রামে দাফন করা সম্ভব হয়নি। পরে গত মঙ্গলবার শাহগলি বাজারে মাদ্রাসার সামনে দাফন করা হয়। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। জানলে প্রয়োজনীয় সহযোগিতা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত