সুনামগঞ্জ সদর হাসপাতাল
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীরা প্রায়ই অভিযোগ করেন, আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। চিকিৎসক এলেও চেম্বারে বসেন বেলা ১টার পর। খোঁজ নিয়ে জানা গেছে, এ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই নিয়মিত হাসপাতালে আসেন না। যাঁরা হাসপাতালে আসেন, অফিস শুরুর সময় তাঁরা বায়োমেট্রিক ফিঙ্গার মেশিনে পাঞ্চ করলেও হাসপাতাল ছাড়ার সময় পাঞ্চ করেন না। ফলে হাসপাতাল ছাড়ার সময়ের রেকর্ড থাকছে না।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করেন। কিন্তু বায়োমেট্রিক মেশিনে সমস্যার কারণে অনুপস্থিতির সংখ্যা বেশি।
গত সপ্তাহের রোববার ও সোমবার হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতির প্রমাণপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, ১৮৬ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে গত রোববার উপস্থিত ছিলেন ১২৩ জন, অনুপস্থিত ৬২ জন। ছুটিতে ছিলেন একজন। গড় উপস্থিতির হার ৬৬ ভাগ। পরদিন সোমবার উপস্থিত ছিলেন ৮৩ জন, অনুপস্থিত ১০২ জন। এদিনও একজন ছুটিতে ছিলেন। গড় উপস্থিতি ছিল ৪৫ ভাগ।
উপস্থিতি প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, সোমবার ২৮ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ৯ জন। অনুপস্থিত ছিলেন ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. সর্বানী বিশ্বাস, ডা. আশুতোষ সিংহ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এ এস এম বদরুল ইসলাম, ডা. লিপিকা দাস, ডা. লোপা রানী সরকার, ডা. মোহাম্মদ আলী, ডা. সুমন রায় চৌধুরী, ডা. অলক কুমার সাহা, ডা. চিন্ময় সাহা পোদ্দার, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার, ডা. মো. মিসবাহ উদ্দিন, ডা. মো. নিরুপম রায় চৌধুরী, ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগ, ডা. তৌকির আহমেদ ও ডা. মোহাম্মদ রেজাউল কবির।
হাসপাতালে নার্স রয়েছেন ১২৭ জন। এর মধ্যে সোমবার উপস্থিত ছিলেন ৫২ জন। ৭৫ জনই অনুপস্থিত।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের দ্বিতীয় তলার আউটডোরে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন পৌর শহরের ওয়েজখালীর বাসিন্দা মো. মুজিবুর মিয়া। তিনি বলেন, ‘প্রতিটি রুমের সামনে রোগীরা বসে আছেন সকাল ১০টা থেকে। এখন বাজে দুপুর সাড়ে ১২টা। কোনো চিকিৎসক আসেননি।’
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ বলেন, হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শূন্য। এ ছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি। সকালে বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ জন্য আউটডোরে যেতে বিলম্ব হয়।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান বলেন, ‘অনুপস্থিতি নিয়ে যে অভিযোগ, সেটি নতুন নয়। তবে আমাদের দুর্ভাগ্য হলো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কেউ কেউ ভালো করছেন, আবার অনেকের অবহেলা আছে। এটি নিশ্চিত করতে না পারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রশাসনিক দুর্বলতা।’
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন, ‘সুনামগঞ্জে চিকিৎসকের সংকট রয়েছে। যাঁরা আছেন, তাঁদের অনেকে অনিয়মিত। হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজেও নিয়মিত অফিসে আসেন না। তাহলে সবাইকে দেখভাল করবেন কীভাবে?’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘কিছুদিন বায়োমেট্রিক মেশিন নষ্ট ছিল। বিদ্যুৎ না থাকলে ফিঙ্গার দেওয়া যায় না। অনেকেই হাসপাতালে আসেন, তবে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেন না। আগামীতে আসা-যাওয়ার সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেওয়া বাধ্যতামূলক করা হবে।’
সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীরা প্রায়ই অভিযোগ করেন, আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। চিকিৎসক এলেও চেম্বারে বসেন বেলা ১টার পর। খোঁজ নিয়ে জানা গেছে, এ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই নিয়মিত হাসপাতালে আসেন না। যাঁরা হাসপাতালে আসেন, অফিস শুরুর সময় তাঁরা বায়োমেট্রিক ফিঙ্গার মেশিনে পাঞ্চ করলেও হাসপাতাল ছাড়ার সময় পাঞ্চ করেন না। ফলে হাসপাতাল ছাড়ার সময়ের রেকর্ড থাকছে না।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করেন। কিন্তু বায়োমেট্রিক মেশিনে সমস্যার কারণে অনুপস্থিতির সংখ্যা বেশি।
গত সপ্তাহের রোববার ও সোমবার হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতির প্রমাণপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, ১৮৬ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে গত রোববার উপস্থিত ছিলেন ১২৩ জন, অনুপস্থিত ৬২ জন। ছুটিতে ছিলেন একজন। গড় উপস্থিতির হার ৬৬ ভাগ। পরদিন সোমবার উপস্থিত ছিলেন ৮৩ জন, অনুপস্থিত ১০২ জন। এদিনও একজন ছুটিতে ছিলেন। গড় উপস্থিতি ছিল ৪৫ ভাগ।
উপস্থিতি প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, সোমবার ২৮ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ৯ জন। অনুপস্থিত ছিলেন ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. সর্বানী বিশ্বাস, ডা. আশুতোষ সিংহ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এ এস এম বদরুল ইসলাম, ডা. লিপিকা দাস, ডা. লোপা রানী সরকার, ডা. মোহাম্মদ আলী, ডা. সুমন রায় চৌধুরী, ডা. অলক কুমার সাহা, ডা. চিন্ময় সাহা পোদ্দার, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার, ডা. মো. মিসবাহ উদ্দিন, ডা. মো. নিরুপম রায় চৌধুরী, ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগ, ডা. তৌকির আহমেদ ও ডা. মোহাম্মদ রেজাউল কবির।
হাসপাতালে নার্স রয়েছেন ১২৭ জন। এর মধ্যে সোমবার উপস্থিত ছিলেন ৫২ জন। ৭৫ জনই অনুপস্থিত।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের দ্বিতীয় তলার আউটডোরে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন পৌর শহরের ওয়েজখালীর বাসিন্দা মো. মুজিবুর মিয়া। তিনি বলেন, ‘প্রতিটি রুমের সামনে রোগীরা বসে আছেন সকাল ১০টা থেকে। এখন বাজে দুপুর সাড়ে ১২টা। কোনো চিকিৎসক আসেননি।’
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ বলেন, হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শূন্য। এ ছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি। সকালে বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ জন্য আউটডোরে যেতে বিলম্ব হয়।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান বলেন, ‘অনুপস্থিতি নিয়ে যে অভিযোগ, সেটি নতুন নয়। তবে আমাদের দুর্ভাগ্য হলো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কেউ কেউ ভালো করছেন, আবার অনেকের অবহেলা আছে। এটি নিশ্চিত করতে না পারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রশাসনিক দুর্বলতা।’
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন, ‘সুনামগঞ্জে চিকিৎসকের সংকট রয়েছে। যাঁরা আছেন, তাঁদের অনেকে অনিয়মিত। হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজেও নিয়মিত অফিসে আসেন না। তাহলে সবাইকে দেখভাল করবেন কীভাবে?’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘কিছুদিন বায়োমেট্রিক মেশিন নষ্ট ছিল। বিদ্যুৎ না থাকলে ফিঙ্গার দেওয়া যায় না। অনেকেই হাসপাতালে আসেন, তবে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেন না। আগামীতে আসা-যাওয়ার সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেওয়া বাধ্যতামূলক করা হবে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে