Ajker Patrika

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী। রোববার বিকেল পৌনে ৪টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার ফখর উদ্দিন (২৫)। 

কুলাউড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বিকেলে বুলবুল ও ফখর উদ্দিন অফিসের কাজে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইইনি চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বুলবুল ও ফখর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের ঠিকানা জোগাড় করে তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে।’ 

নিহতদের পরিবারের সঙ্গে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত