Ajker Patrika

জগন্নাথপুরে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলদার মিয়া (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দিলদার মিয়া কিশোরগঞ্জের রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

দিলদার মিয়া দীর্ঘ দিন ধরে সপরিবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করছিলেন। তাঁর ৩ সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দিলদার মিয়া প্রতিদিনের মতো স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১টা দিকে তাঁর ছোট মেয়ের চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান দিলদার বশত ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। 

উপপরিদর্শকর আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত