প্রতিনিধি
সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।
কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।
সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।
কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে