Ajker Patrika

শাল্লায় মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
শাল্লায় মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

সুনামগঞ্জের শাল্লা ইউনিয়নের ৬ ওয়ার্ডের ইউপি সদস্য তৈমুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণে দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন একই ওয়ার্ডের বাসিন্দা মো. খোরশেদ আলম। গত বছরের ৩০ জুন নির্বাহী কর্মকর্তার নিকট এই অভিযোগ দেওয়া হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

দীর্ঘ ১ বছর অভিযোগটি যাচাই বাছাই করে তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন জানান।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রহমতপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইউপি সদস্য তৈমুর রহমান প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণে দুর্নীতি অনিয়ম ও নিজ আত্মীয়দের মাঝে বিতরণ করার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ২৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এ ছাড়াও ভিজিডি ও ভিজিএফ তালিকায়ও দুর্নীতি করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান বলেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিষয়টি ইউএনও দেখবেন বলে জানান তিনি।

এ দিকে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, ‘শুনেছি আমার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে আমাকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তিনি আরও বলেন, ‘আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আর আমারও কিছু হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত