নিজস্ব প্রতিবেদক, সিলেট
পর্যটকদের সুবিধার্থে মে দিবসে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে যেসব শ্রমিক ছুটি কাটাবেন, তাঁরা সবেতনে ছুটি পাবেন। আর যাঁরা কাজে থাকবেন, তাঁরা এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন।
আজ বুধবার দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হোটেল-রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি-সিলেট জেলা শাখা, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতি, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশন, সিলেট রেস্তোরাঁ শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় আরও জানানো হয়, সিলেটের সব শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁদের কর্মীরা যেন কোনো হোটেল-রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর না করেন, এর দায়িত্ব নেবেন। মালিক সমিতির নেতারা সব হোটেল-রেস্টুরেন্টে মে দিবসে ছুটি গ্রহণে আগ্রহী কর্মীদের ছুটি দেওয়া এবং যাঁরা স্বেচ্ছায় কাজ করবেন তাঁদের বেতন ও বোনাস দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি মুজিবুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্যে তিনি বলেন, মাজার জিয়ারত ও দর্শনীয় স্থানসমূহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক সরকারি ছুটির দিনগুলোতে সিলেটে অবস্থান করেন।
তাঁদের জন্য সিলেটের হোটেল-রেস্টুরেন্টগুলো ছুটির দিনেও খোলা থাকে। অপরদিকে শ্রমিকেরা মে দিবসে রেস্টুরেন্ট খোলা রাখার বিপক্ষে। তাঁরা এই দিন ছুটির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
মুজিবুর রহমান বলেন, ‘মে দিবসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী বা শ্রমিক ক্ষতিগ্রস্থ হন, তা আমরা কখনোই চাই না। আধ্যাত্মিক ও পর্যটন নগর হিসেবে পর্যটকদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ রাখাও আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আসন্ন মে দিবসে সিলেটের হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে কি না, সে ব্যাপারে আলোচনার জন্য আজকের সভা আহ্বান করা হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, এনায়েত আহমদ, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক, সিটিএসবির প্রতিনিধি মো. মুত্তাকিন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পি।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মো. আনছার, সিলেট রেস্তোরাঁ শ্রমিক দলের সভাপতি বাচ্চু মিয়া, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরান হোসেন, সাধারণ সম্পাদক হোছাইন আহমদ, সিলেট মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতি-১৫১৪–এর সভাপতি মো. দিলশাদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, মো. রাশেদ আহমদ ভূঁইয়া, ইমান আলী, মো. ছাদিকুর রহমান, মো. সফিকুল ইসলাম, সামসুল হক প্রমুখ।
পর্যটকদের সুবিধার্থে মে দিবসে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে যেসব শ্রমিক ছুটি কাটাবেন, তাঁরা সবেতনে ছুটি পাবেন। আর যাঁরা কাজে থাকবেন, তাঁরা এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন।
আজ বুধবার দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হোটেল-রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি-সিলেট জেলা শাখা, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতি, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশন, সিলেট রেস্তোরাঁ শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় আরও জানানো হয়, সিলেটের সব শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁদের কর্মীরা যেন কোনো হোটেল-রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর না করেন, এর দায়িত্ব নেবেন। মালিক সমিতির নেতারা সব হোটেল-রেস্টুরেন্টে মে দিবসে ছুটি গ্রহণে আগ্রহী কর্মীদের ছুটি দেওয়া এবং যাঁরা স্বেচ্ছায় কাজ করবেন তাঁদের বেতন ও বোনাস দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি মুজিবুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্যে তিনি বলেন, মাজার জিয়ারত ও দর্শনীয় স্থানসমূহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক সরকারি ছুটির দিনগুলোতে সিলেটে অবস্থান করেন।
তাঁদের জন্য সিলেটের হোটেল-রেস্টুরেন্টগুলো ছুটির দিনেও খোলা থাকে। অপরদিকে শ্রমিকেরা মে দিবসে রেস্টুরেন্ট খোলা রাখার বিপক্ষে। তাঁরা এই দিন ছুটির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
মুজিবুর রহমান বলেন, ‘মে দিবসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী বা শ্রমিক ক্ষতিগ্রস্থ হন, তা আমরা কখনোই চাই না। আধ্যাত্মিক ও পর্যটন নগর হিসেবে পর্যটকদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ রাখাও আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আসন্ন মে দিবসে সিলেটের হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে কি না, সে ব্যাপারে আলোচনার জন্য আজকের সভা আহ্বান করা হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, এনায়েত আহমদ, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক, সিটিএসবির প্রতিনিধি মো. মুত্তাকিন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পি।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মো. আনছার, সিলেট রেস্তোরাঁ শ্রমিক দলের সভাপতি বাচ্চু মিয়া, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরান হোসেন, সাধারণ সম্পাদক হোছাইন আহমদ, সিলেট মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতি-১৫১৪–এর সভাপতি মো. দিলশাদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, মো. রাশেদ আহমদ ভূঁইয়া, ইমান আলী, মো. ছাদিকুর রহমান, মো. সফিকুল ইসলাম, সামসুল হক প্রমুখ।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
৩৯ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে