জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।
আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অজুদ মিয়া দীর্ঘদিন যাবৎ ঘরবন্দী ছিলেন। এক সময় বিভিন্ন কাজকর্ম করে কোনোরকম সংসার চালাতেন। কয়েক বছর আগে চোখে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। আর কাজকর্ম করতে পারছিলেন। ফলে সংসারে নেমে আসে চরম অনটন। দৃষ্টি হারানোর পর থেকেই তিনি বাড়ির বাইরে যেতেন না।
পাঁচ সন্তানের জনক অজুদ মিয়া। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে ও ছোট দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। আজ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া নামে এক ব্যক্তি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।
আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অজুদ মিয়া দীর্ঘদিন যাবৎ ঘরবন্দী ছিলেন। এক সময় বিভিন্ন কাজকর্ম করে কোনোরকম সংসার চালাতেন। কয়েক বছর আগে চোখে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। আর কাজকর্ম করতে পারছিলেন। ফলে সংসারে নেমে আসে চরম অনটন। দৃষ্টি হারানোর পর থেকেই তিনি বাড়ির বাইরে যেতেন না।
পাঁচ সন্তানের জনক অজুদ মিয়া। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে ও ছোট দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। আজ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া নামে এক ব্যক্তি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩০ মিনিট আগে