মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট)
মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্য ডিবির হাওর। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশের ওই এলাকায় প্রতিদিন কাকডাকা ভোরে ছুটে আসছে পর্যটকেরা।
সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিলসহ ৯০০ একর এলাকাজুড়ে লাল শাপলার এই রাজ্য। প্রতিবছর শরতের শেষ দিকে শাপলা ফোটে। এবারও ব্যতিক্রম হয়নি। লাল শাপলার রাজ্যে হারাতে কয়েক দিন ধরে বাড়ছে পর্যটকের ভিড়। তাদের জন্য স্থানীয়ভাবে সুরক্ষা কমিটি করা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে হাওর ঘুরে কাছ থেকে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে নৌকার ব্যবস্থা।
পর্যটকদের সুযোগ-সুবিধাসংক্রান্ত তথ্যের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শাপলা বিল সংরক্ষণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা পর্যটকদের বরণ করার অপেক্ষায় আছি। সর্বোচ্চ আন্তরিকতায় ভ্রমণপিয়াসিদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত।’
অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ডিবির হাওরে পরিবার-পরিজন নিয়ে আসা লোকজনও বেশ উচ্ছ্বসিত। পানির ওপর ভেসে থাকা লাল শাপলার গালিচা তাদের মন জয় করে নিয়েছে। ঢাকা থেকে বেড়াতে আসা তৌহিদ বলেন, ‘প্রতিবছর শীতে এখানে ঘুরতে আসি। এখানে এলে মন ভালো হয়ে যায়। প্রকৃতি যে কত সুন্দর, এখানে না এলে বোঝানো যাবে না। তাই পরিবার-পরিজনসহ বেড়াতে এসেছি।’
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ডিবির হাওরে সব সময় আমাদের টহল টিম থাকে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সদা তৎপর রয়েছি।’
যেভাবে যাবেন ডিবির হাওরে
সিলেট নগরের সোবহানীঘাট থেকে জাফলংগামী বাসে করে যাওয়া যাবে জৈন্তাপুর বাজারে। সেখান থেকে ব্যাটারিচালিত টমটম বা সিএনজিচালিত অটোরিকশায় সরাসরি বিলে যাওয়া যাবে। সময় লাগবে এক থেকে দেড় ঘণ্টা। বাসভাড়া জনপ্রতি ১০০
টাকা। টমটম বা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জৈন্তাপুর বাজার থেকে ৩০ টাকা।
এ ছাড়া সিলেট নগর থেকে সরাসরি বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা অথবা লেগুনা রিজার্ভ করেও যাওয়া যাবে ডিবির হাওরে। হাওরে নৌকায় ঘুরতে হলে এক ঘণ্টার জন্য খরচ পড়বে ৪৫০ টাকা।
মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্য ডিবির হাওর। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশের ওই এলাকায় প্রতিদিন কাকডাকা ভোরে ছুটে আসছে পর্যটকেরা।
সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিলসহ ৯০০ একর এলাকাজুড়ে লাল শাপলার এই রাজ্য। প্রতিবছর শরতের শেষ দিকে শাপলা ফোটে। এবারও ব্যতিক্রম হয়নি। লাল শাপলার রাজ্যে হারাতে কয়েক দিন ধরে বাড়ছে পর্যটকের ভিড়। তাদের জন্য স্থানীয়ভাবে সুরক্ষা কমিটি করা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে হাওর ঘুরে কাছ থেকে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে নৌকার ব্যবস্থা।
পর্যটকদের সুযোগ-সুবিধাসংক্রান্ত তথ্যের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শাপলা বিল সংরক্ষণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা পর্যটকদের বরণ করার অপেক্ষায় আছি। সর্বোচ্চ আন্তরিকতায় ভ্রমণপিয়াসিদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত।’
অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ডিবির হাওরে পরিবার-পরিজন নিয়ে আসা লোকজনও বেশ উচ্ছ্বসিত। পানির ওপর ভেসে থাকা লাল শাপলার গালিচা তাদের মন জয় করে নিয়েছে। ঢাকা থেকে বেড়াতে আসা তৌহিদ বলেন, ‘প্রতিবছর শীতে এখানে ঘুরতে আসি। এখানে এলে মন ভালো হয়ে যায়। প্রকৃতি যে কত সুন্দর, এখানে না এলে বোঝানো যাবে না। তাই পরিবার-পরিজনসহ বেড়াতে এসেছি।’
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ডিবির হাওরে সব সময় আমাদের টহল টিম থাকে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সদা তৎপর রয়েছি।’
যেভাবে যাবেন ডিবির হাওরে
সিলেট নগরের সোবহানীঘাট থেকে জাফলংগামী বাসে করে যাওয়া যাবে জৈন্তাপুর বাজারে। সেখান থেকে ব্যাটারিচালিত টমটম বা সিএনজিচালিত অটোরিকশায় সরাসরি বিলে যাওয়া যাবে। সময় লাগবে এক থেকে দেড় ঘণ্টা। বাসভাড়া জনপ্রতি ১০০
টাকা। টমটম বা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জৈন্তাপুর বাজার থেকে ৩০ টাকা।
এ ছাড়া সিলেট নগর থেকে সরাসরি বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা অথবা লেগুনা রিজার্ভ করেও যাওয়া যাবে ডিবির হাওরে। হাওরে নৌকায় ঘুরতে হলে এক ঘণ্টার জন্য খরচ পড়বে ৪৫০ টাকা।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৭ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২১ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৮ মিনিট আগে