বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৭ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে