হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে