Ajker Patrika

এক যুগ বন্ধ দুটিসহ কুলাউড়ার ৪৮ রেলস্টেশন চালুর উদ্যোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৯: ২৪
এক যুগ বন্ধ দুটিসহ কুলাউড়ার ৪৮ রেলস্টেশন চালুর উদ্যোগ

তিন যুগ ধরে বন্ধ থাকা দুটিসহ মৌলভীবাজারের কুলাউড়ার ৪৮টি রেলস্টেশন চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে।

এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। আর লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে।

৩ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মো. সিরাজ জান্নাত স্বাক্ষরিত চিঠিতে বন্ধ থাকা ৪৮টি রেলস্টেশন চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন জানান।

ওই চিঠিতে বলা হয়, বন্ধ ৪৮ স্টেশন চালুর জন্য এর মধ্যে রেলওয়েতে গার্ড, স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের প্রশিক্ষণ চলছে। 

উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জনবলসংকট দেখিয়ে ২০০৯ সালে ভাটেরা ও টিলাগাঁও স্টেশনটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। আর লংলা রেলস্টেশনটিও লোকবল সংকটের কারণে এক দশক ধরে বেশ কয়েকবার বন্ধ থাকার পর সর্বশেষ সাত মাস ধরে বন্ধ রয়েছে। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘স্টেশনের অবকাঠামো সংস্কারকাজের প্রক্রিয়া শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত