Ajker Patrika

কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল মা-ছেলের প্রাণ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল মা-ছেলের প্রাণ

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে বেপরোয়া গতির একটি বাসের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বহরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের কায়েতগাঁও গ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলবি বেগম (৪৫) ও তাঁর ছেলে ছিদ্দিকুর রহমান (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে শিবের বাজার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন দুলবি বেগম। খাগাইলবাজার থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বহরঘাটে আসেন তাঁরা। গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী ‘সাদা পাথর পরিবহন’ নামের একটি বাস তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে ছিদ্দিকুর রহমান মারা যায়। সিলেটে নেওয়ার পথে রাস্তায় মারা যান মা দুলবি বেগম।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সফিকুল ইসলাম খাঁন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও সহযোগী পালিয়ে গেছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত