হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। কিন্তু অভিযুক্তের নাম উল্লেখসহ অভিযোগ দেওয়ার এক মাস পার হলেও, কাউকে আটক কিংবা ওই স্কুলছাত্রীকে উদ্ধারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
শুধু তাই নয়, হাতীবান্ধা থানা আওতায় নওদাবাশ ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমলের বিরুদ্ধে ২ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ভুক্তভোগী কিশোরীর বাবার।
অপহরণের শিকার স্কুলছাত্রীর নাম—ইশরাত জাহান হ্যাপি (১৪)। সে কেতকীবাড়ী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হ্যাপি উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে।
গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার প্রাননাথ পাটিকাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় মাজেদুল নামের এক যুবককে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই স্কুলছাত্রীর বাবা আব্দুল হালিম।
অভিযুক্তরা হলেন—উপজেলার কেতকী বাড়ি পশ্চিম পাড়া এলাকার মাজেদুল ইসলামসহ (২২) তার পরিবারের তিন সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীকে অভিযুক্ত মাজেদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। স্কুলে যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে প্রায় উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন ০ মাজেদুল। এমনকি বিয়ের প্রস্তাব দেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে মাজেদুলকে সাবধান করেন শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম। এরই মধ্যে গত ৮ জুলাই সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় মাজেদুল।
এ দিকে এ ঘটনায় ৯ জুলাই বাবা আব্দুল হালিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান হাতীবান্ধা থানার উপপরিদর্শক কমল। তবে অভিযোগের ১ মাস পেড়িয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রায় ১ মাস হলো বাড়িতে নাই। আমরা অভিযোগ করেছি। ১ মাস হয়ে গেল এতেও কোনো লাভ হয়নি। উল্টো আমার মেয়ের দোষ দেন ওই এসআই এবং ২ হাজার টাকাও নেন।’
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জোসনা বেগম বলেন, ‘১ মাস হলো আমার মেয়েকে দেখি না। আমরা একটি মেয়ে কোথায় আছে, কেমন আছে, জানি না। আজ অবদি একবারের জন্য কথাও হয়নি। আমি আমার মেয়েকে চাই।
এ বিষয়ে জানতে মাজেদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ দিকে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) কমলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।’
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। কিন্তু অভিযুক্তের নাম উল্লেখসহ অভিযোগ দেওয়ার এক মাস পার হলেও, কাউকে আটক কিংবা ওই স্কুলছাত্রীকে উদ্ধারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
শুধু তাই নয়, হাতীবান্ধা থানা আওতায় নওদাবাশ ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমলের বিরুদ্ধে ২ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ভুক্তভোগী কিশোরীর বাবার।
অপহরণের শিকার স্কুলছাত্রীর নাম—ইশরাত জাহান হ্যাপি (১৪)। সে কেতকীবাড়ী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হ্যাপি উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে।
গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার প্রাননাথ পাটিকাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় মাজেদুল নামের এক যুবককে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই স্কুলছাত্রীর বাবা আব্দুল হালিম।
অভিযুক্তরা হলেন—উপজেলার কেতকী বাড়ি পশ্চিম পাড়া এলাকার মাজেদুল ইসলামসহ (২২) তার পরিবারের তিন সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীকে অভিযুক্ত মাজেদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। স্কুলে যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে প্রায় উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন ০ মাজেদুল। এমনকি বিয়ের প্রস্তাব দেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে মাজেদুলকে সাবধান করেন শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম। এরই মধ্যে গত ৮ জুলাই সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় মাজেদুল।
এ দিকে এ ঘটনায় ৯ জুলাই বাবা আব্দুল হালিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান হাতীবান্ধা থানার উপপরিদর্শক কমল। তবে অভিযোগের ১ মাস পেড়িয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রায় ১ মাস হলো বাড়িতে নাই। আমরা অভিযোগ করেছি। ১ মাস হয়ে গেল এতেও কোনো লাভ হয়নি। উল্টো আমার মেয়ের দোষ দেন ওই এসআই এবং ২ হাজার টাকাও নেন।’
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জোসনা বেগম বলেন, ‘১ মাস হলো আমার মেয়েকে দেখি না। আমরা একটি মেয়ে কোথায় আছে, কেমন আছে, জানি না। আজ অবদি একবারের জন্য কথাও হয়নি। আমি আমার মেয়েকে চাই।
এ বিষয়ে জানতে মাজেদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ দিকে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) কমলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে