Ajker Patrika

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৫৩
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর 

নওগাঁ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।   

আজ বুধবার সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন মতিউর রহমান (২০) ও নাহিদুল ইসলাম (২১)। নিহতদের মধ্যে মতিউর রহমানের পরিচয় মিলেছে। তিনি নওগাঁ সদর উপজেলা চণ্ডীপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলে মতিউর রহমান ও নাহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় বাবলাতলী মোড়েরযাত্রী ছাউনির সামনে পেছন দিক থেকে রাজশাহীগামী ধানবোঝাই একটি ট্রাক দুজনকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মতিউর ঘটনাস্থলেই মারা যান। আর দুর্ঘটনায় গুরুতর আহত নাহিদুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউরের মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে ধানবোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।' 

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার পর সড়কে ব্যারিকেড দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত