Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমাল: পাবনায় সড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ ৩ ঘণ্টা

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১১: ০৩
ঘূর্ণিঝড় রিমাল: পাবনায় সড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ ৩ ঘণ্টা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। গতকাল রোববার মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। 

পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন। 

ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’ 

শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।’ 

দমকল বাহিনীর কর্মীরা গাছ কেটে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যোগাযোগ। ছবি: আজকের পত্রিকা ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত