Ajker Patrika

৬ বছর পর নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল পরিবার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৫ মে ২০২৩, ১৫: ০১
৬ বছর পর নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল পরিবার 

নাম-ঠিকানা বলতে না পারা এক অপরিচিত যুবককে দেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাজশাহীর বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর কাছে কিছু জানতে না পেরে, তাঁর ছবি তুলে পুলিশের ফেসবুক পেজে শেয়ার করা হয়। এর তিন দিন পর খুলনার রূপসা থানা-পুলিশ জানায়, তাঁদের কাছে ওই প্রতিবন্ধী যুবকের পরিবারের লোকজন এসেছে। 

অবশেষে ৬ বছর আগে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়েছে পরিবার। গতকাল রোববার রাতে ওই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাঘা থানা-পুলিশ। 

ওই যুবকের নাম নাহিদ মোল্লা (২০)। তিনি খুলনা জেলার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মোল্লার ছেলে। 

পরিবার বলছে, ৬ বছর আগে সবার অজান্তে বাড়ি থেকেই নিখোঁজ হয় নাহিদ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতে হতাশ হয়ে পড়েন তাঁর পরিবার ও স্বজনেরা। অবশেষে বাঘা ও রূপসা থানা-পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছেন তাঁরা। 

নাহিদের বাবা কাদের মোল্লা আবেগ আপ্লুত হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবতেও পারিনি, এত দিন পরে আমার ছেলেকে খুঁজে পাব। পুলিশের সহায়তায় ছেলেকে খুঁজে পেয়েছি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ 

পুলিশ বলছে, গত শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে বাঘা থানা-পুলিশ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রাম থেকে প্রতিবন্ধী নাহিদ মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। নাহিদ মোল্লা স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তাঁর দেওয়া অল্প অল্প তথ্যের ভিত্তিতে ঠিকানা উদ্ধার করতে না পারায়, থানা-পুলিশ তাঁর ছবিসহ ফেসবুকে পোস্ট দেয়। এর তিন দিন পর খুলনা জেলার রূপসা থানার সহযোগিতায় নাহিদ মোল্লার পরিবারের সন্ধান পাওয়া যায়। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাহিদ একজন বুদ্ধি প্রতিবন্ধী। খবর পেয়ে খুলনা থেকে রোববার সন্ধ্যায় নাহিদের বাবা কাদের মোল্লা থানায় আসেন। পরে নাহিদের পরিচয় নিশ্চিত করার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাত ৮টায় তাঁর বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয় তাঁকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত