Ajker Patrika

ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় নারীকে ৩ বছরের কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় নারীকে ৩ বছরের কারাদণ্ডাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করার অপরাধে রাজশাহীর আদালত এক নারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে ওই নারীকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। 

আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান ওই রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া নারীর নাম রীতা বেগম (৩৫)। রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগা গ্রামে তাঁর বাড়ি। স্বামীর নাম মো. জুয়েল। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রীতার স্বামী জুয়েলের সঙ্গে এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে রীতা ২০১১ সালে বাঘা থানায় প্রতিপক্ষের কলেজপড়ুয়া ছেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। পরে আদালতে প্রমাণিত হয় ওই মামলাটি মিথ্যা। এরপর কলেজছাত্র ২০১২ সালে একই আদালতে ওই নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে মামলা করেন। 

আদালতে মিথ্যা মামলার বিষয়ে বিচার শুরু হলে প্রমাণিত হয় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন রীতা। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন বলে জানান আইনজীবী শামসুন্নাহার। 

রায় ঘোষণার সময় মামলার আসামি রীতা অনুপস্থিত ছিলেন বলে জানান আইনজীবী শামসুন্নাহার। তিনি বলেন, ‘রীতার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত