Ajker Patrika

মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে নড়ে উঠল নবজাতক 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৩: ৩৯
মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে নড়ে উঠল নবজাতক 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এক নবজাতককে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসক। পরিবারকে দেওয়া হয় মৃত্যুসনদও। কিন্তু মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নড়ে ওঠে শিশুটি। পরে তাকে ফের হাসপাতালের নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। 

অবশেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মৃত্যু হয় প্রাণ ফিরে পাওয়া নবজাতকের। এমন পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে নবজাতকের পরিবার ও এলাকাবাসী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

আজ বুধবার সকালে নবজাতককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

নবজাতকের পরিবার ও স্থানীয়রা বলছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়মা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি  ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই রাতে কন্যাসন্তানের জন্ম দেন হালিমা। পরে নবজাতককে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করে সনদ দেন হাসপাতালের দায়িত্বরত সহকারী রেজিস্ট্রার। অত্যন্ত কম ওজন ও সময়ের পূর্বে জন্ম নেওয়ায় মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে। 

নবজাতকের বাবা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে আমার মা আর ফুপুকে জানানো হয় বাচ্চা মারা গেছে, তাকে বাড়ি নিয়ে যান। পরে মৃত্যুসনদ নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেই। বাড়িতে আসার রাস্তায় যেতেই হঠাৎ আমার বাচ্চা নড়ে ওঠে আর বড় করে শ্বাস নিতে থাকে। পরে গাড়ি ঘুরিয়ে আবারও হাসপাতালের ((মমেক) ইমার্জেন্সিতে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়।’ 

নবজাতকের চাচা আবু হানিফ বলেন, ‘ফের হাসপাতালে ভর্তির পর এনআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাত ১২টার দিকে আমার ভাতিজি মারা যায়। পরে বাড়িতে নিয়ে আজকে (বুধবার) দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতককে গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরও এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত