নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ঈদে বাড়ি ফেরা যাত্রীবাহী পিকআপ আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ সময় চাঁদাবাজদের ছুরিকাঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সকালে উপজেলার সামাইকোনা এলাকায় কংশ নদের সেতুর ঢালে চাঁদাবাজির ঘটনা ঘটে। সেতুটি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশাকে সংযুক্ত করেছে।
মামলার আসামি হলেন মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের নুর মিয়ার ছেলে মো. সাইকুল ইসলাম (২২), একই গ্রামের সবুজ মিয়ার ছেলে মামুন মিয়া (২১), জানু মিয়ার ছেলে মো. বিজয় মিয়া (২০), আ. ওয়াহাবের ছেলে মো. রফিক মিয়া (২২) ও রঙ্গু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২২)। এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে অভিযোগকারী গাড়িচালক তোফায়েল আহম্মেদ পরাণের বাড়ি বারহাট্টা উপজেলার ভাবনীকোনা গ্রামে।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরাণ তাঁর ব্যক্তিগত পিকআপে করে যাত্রী পরিবহন করছিলেন। গতকাল সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ধর্মপাশার উদ্দেশে রওনা হন। পথে নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গাড়ি থামায়। তাঁরা ১০০ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকের আসনে থাকা পরাণকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করে তারা। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালায় ওই চাঁদাবাজেরা। এতে দুই যাত্রী জখম হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বারঘর নোয়াগাঁও গ্রামের মো. পবিন মিয়া (২৫) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রিয়াজিবুর রহমান (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চাইলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় গতকাল রাতে পিকআপের চালক পরাণ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পিকআপের চালক পরাণ বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর উঠতেই ১০-১২ জন যুবক গাড়ি থামায়। তারা আগে থেকেই এই সড়কে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা গাড়ি আটকে চাঁদা তুলছিল। তারা ১০০ টাকা চাঁদা চাইলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। কিসের টাকা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে চালকের আসান থেকে টেনে বের করে আমাকে মারধর করে। এতে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় চাঁদাবাজেরা। হামলায় ছুরিকাঘাতে দুই যাত্রীর মাথা কেটে জখম হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নেত্রকোনার মোহনগঞ্জে ঈদে বাড়ি ফেরা যাত্রীবাহী পিকআপ আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ সময় চাঁদাবাজদের ছুরিকাঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সকালে উপজেলার সামাইকোনা এলাকায় কংশ নদের সেতুর ঢালে চাঁদাবাজির ঘটনা ঘটে। সেতুটি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশাকে সংযুক্ত করেছে।
মামলার আসামি হলেন মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের নুর মিয়ার ছেলে মো. সাইকুল ইসলাম (২২), একই গ্রামের সবুজ মিয়ার ছেলে মামুন মিয়া (২১), জানু মিয়ার ছেলে মো. বিজয় মিয়া (২০), আ. ওয়াহাবের ছেলে মো. রফিক মিয়া (২২) ও রঙ্গু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২২)। এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে অভিযোগকারী গাড়িচালক তোফায়েল আহম্মেদ পরাণের বাড়ি বারহাট্টা উপজেলার ভাবনীকোনা গ্রামে।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরাণ তাঁর ব্যক্তিগত পিকআপে করে যাত্রী পরিবহন করছিলেন। গতকাল সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ধর্মপাশার উদ্দেশে রওনা হন। পথে নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গাড়ি থামায়। তাঁরা ১০০ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকের আসনে থাকা পরাণকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করে তারা। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালায় ওই চাঁদাবাজেরা। এতে দুই যাত্রী জখম হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বারঘর নোয়াগাঁও গ্রামের মো. পবিন মিয়া (২৫) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রিয়াজিবুর রহমান (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চাইলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় গতকাল রাতে পিকআপের চালক পরাণ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পিকআপের চালক পরাণ বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর উঠতেই ১০-১২ জন যুবক গাড়ি থামায়। তারা আগে থেকেই এই সড়কে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা গাড়ি আটকে চাঁদা তুলছিল। তারা ১০০ টাকা চাঁদা চাইলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। কিসের টাকা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে চালকের আসান থেকে টেনে বের করে আমাকে মারধর করে। এতে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় চাঁদাবাজেরা। হামলায় ছুরিকাঘাতে দুই যাত্রীর মাথা কেটে জখম হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে