Ajker Patrika

ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২: ০৯
ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও দুই লেন সড়কে দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর উজ্জ্বল (৪০) উপজেলার হাতিপাগার গ্রামের বাসিন্দা। তিনি ওই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আহত দুজন হলেন আরেক যাত্রী শামীম মিয়া (৩০) ও অটোরিকশার চালক স্বপন মিয়া (৩৫)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাকুগাঁও স্থলবন্দর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে শিমুলতলা এলাকা দিয়ে যাওয়ার সময় সড়কে ধান থাকায় সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাটি ভেঙে যায়। এলাকাবাসী আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত চলে গেলেও নালিতাবাড়ী-নকলা সড়কের চেপাকুড়ি এলাকায় চালকসহ ট্রাকটি আটক করা হয়। 

এ বিষয়ে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ১০ চাকার ট্রাকটি দ্রুতগতিতে অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। আহত নুর উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। বাকি দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ জানান, চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত