মারুফ কিবরিয়া ও দেলোয়ার হোসাইন আকাইদ
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের চেয়ে বেশি। আজ শনিবার ময়মনসিংহ নগরীর কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৮ থেকে শুরু হওয়া নির্বাচনে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২২ শতাংশের মতো।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।
নগরীর নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথ ঘুরে দেখা যায়, নারী কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭২৪ জন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫০টি, যা মোট ভোটের ২৪ শতাংশ। একই কেন্দ্রে পাশেই পুরুষ বুথে ভোটারের সংখ্যা ২ হাজার ৪৩৭। ভোট পড়েছে ৬৭৪টি, যা মোট ভোটারের ২৭ শতাংশ। আরেকটি বুথে নারী ও পুরুষ মিলিয়ে ১ হাজার ৭৩৩ জন ভোটার। সেখানে ভোট পড়েছে ৫০০, যা মোট ভোটারের ২৯ শতাংশ।
ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৭ হাজার ৭৮১ জন। এর মধ্যে নারী ৩ হাজার ৯৯১ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৭৯০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২ হাজার ২৫৯টি, যা মোট ভোটের ২৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রশান্ত দাস।
নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, ‘কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই অনেক বেশি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে নারীদের বেগ পেতে হচ্ছে। বয়স্ক নারীদের আঙুলের ছাপ পেতে সমস্যা হচ্ছে। আবার অনেকেই রান্না করেন বিধায় বৃদ্ধাঙ্গুলির ছাপ পাওয়া যায় না।’
ছেলে অরুণ চন্দ্র দের সঙ্গে ভোট দিতে এসেছিলেন কল্যাণী রানী দে। ৮৭ বছর বয়স্ক এই নারী ভোট দিয়েছেন। ফিরে যাওয়ার সময় তিনি বললেন, ‘বেশি সময় লাগেনি, তবে আঙুলের ছাপ নিতে একটু দেরি হয়েছে।’ আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ফারুক জানান, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।
নির্বাচন কমিশন বলছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের চেয়ে বেশি। আজ শনিবার ময়মনসিংহ নগরীর কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৮ থেকে শুরু হওয়া নির্বাচনে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২২ শতাংশের মতো।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।
নগরীর নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথ ঘুরে দেখা যায়, নারী কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭২৪ জন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫০টি, যা মোট ভোটের ২৪ শতাংশ। একই কেন্দ্রে পাশেই পুরুষ বুথে ভোটারের সংখ্যা ২ হাজার ৪৩৭। ভোট পড়েছে ৬৭৪টি, যা মোট ভোটারের ২৭ শতাংশ। আরেকটি বুথে নারী ও পুরুষ মিলিয়ে ১ হাজার ৭৩৩ জন ভোটার। সেখানে ভোট পড়েছে ৫০০, যা মোট ভোটারের ২৯ শতাংশ।
ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৭ হাজার ৭৮১ জন। এর মধ্যে নারী ৩ হাজার ৯৯১ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৭৯০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২ হাজার ২৫৯টি, যা মোট ভোটের ২৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রশান্ত দাস।
নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, ‘কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই অনেক বেশি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে নারীদের বেগ পেতে হচ্ছে। বয়স্ক নারীদের আঙুলের ছাপ পেতে সমস্যা হচ্ছে। আবার অনেকেই রান্না করেন বিধায় বৃদ্ধাঙ্গুলির ছাপ পাওয়া যায় না।’
ছেলে অরুণ চন্দ্র দের সঙ্গে ভোট দিতে এসেছিলেন কল্যাণী রানী দে। ৮৭ বছর বয়স্ক এই নারী ভোট দিয়েছেন। ফিরে যাওয়ার সময় তিনি বললেন, ‘বেশি সময় লাগেনি, তবে আঙুলের ছাপ নিতে একটু দেরি হয়েছে।’ আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ফারুক জানান, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।
নির্বাচন কমিশন বলছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে