নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৪২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে