প্রতিনিধি
নেত্রকোনা: ময়ফুল বিবি। বর্তমানে বয়স ৭০ বছর। ডাকবাংলোর বারান্দা, বাজারে দোকানের চৌকি, যাত্রী ছাউনি, কখনোবা রেলস্টেশনের প্লাটফরমে কাটিয়ে দিয়েছেন ১৮টি বছর। ছেঁড়া মলিন কাপড়, পলিথিন আর চট দিয়ে নিজেই তৈরি করে নিতেন মাথা গোঁজার ঠাঁই। ২০০৩ সালের দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজার স্টেশনে এসে ঠাঁই নেন তিনি। এরপর থেকে সেখানেই থাকতেন। স্থানীয়দের দয়ায় জুটতো খাবার। তবে বহু চেষ্টা করেও জানা যায়নি তার নাম পরিচয় ঠিকানা। অবশেষে গতকাল রোববার সকালে স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।
ময়ফুল বিবির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে। স্বামীর কাশেম ব্যাপারী, অনেক আগেই মারা গেছেন। তাদের ছয় মেয়ে। কোনো ছেলে সন্তান নেই।
পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালে বাড়ি থেকে নিখোঁজ হন ময়ফুল বিবি। তিনি মানসিকভাবে অসুস্থ। ২০০৩ সালের দিকে নিখোঁজ হন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ গত ১৪ মে একটি ফেসবুক গ্রুপে ময়ফুল বিবির কাছ থেকে পাওয়া কিছু তথ্য পোস্ট করেন। সেটি চোখ পড়ে স্বজনদের। গতকাল সকালে স্বজনদের কাছে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু রেলস্টেশন এলাকার মানুষকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, প্রথমে যেতে রাজিই হচ্ছিলেন না। বারবার বলতে থাকেন, এলাকার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। পরে কৌশলে তাঁকে রাজি করান পরিবারের লোকেরা।
তাঁর থাকার ঝুপড়িঘরে পাওয়া গেছে বেশ কিছু টাকা–পয়সা। সেসব টাকাসহ হাঁড়ি-পাতিল, কাপড়, জিনিসপত্র মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ময়ফুলের মেয়ে হোসনে আরা বেগম বলেন, ২০০২ সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় একদিন তিনি নিখোঁজ হন। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তারা ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।
আরেক মেয়ে বিবি মরিয়ম বলেন, বিশ্বাসই করতেই পারছি না মাকে ফিরে পেয়েছি। জারিয়াবাসী তার মাকে যেভাবে আগলে রেখেছিলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মুগ্ধ।
এদিকে ময়ফুল বিবির স্বজনরা তাঁকে নিতে আসছেন– এই খবর রাষ্ট্র হওয়ার পর আশেপাশের এলাকার শত শত মানুষ রাতেই ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। ময়ফুল বিবিকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটেরকোণা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের নেতা ও নাটেরকোণা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন রোমেল, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি মো. অলি উল্লাহ তালুকদার ও বি কে এম জাহিদ হাসান প্রহর, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন মিয়া, নূরুল আমিন।
নেত্রকোনা: ময়ফুল বিবি। বর্তমানে বয়স ৭০ বছর। ডাকবাংলোর বারান্দা, বাজারে দোকানের চৌকি, যাত্রী ছাউনি, কখনোবা রেলস্টেশনের প্লাটফরমে কাটিয়ে দিয়েছেন ১৮টি বছর। ছেঁড়া মলিন কাপড়, পলিথিন আর চট দিয়ে নিজেই তৈরি করে নিতেন মাথা গোঁজার ঠাঁই। ২০০৩ সালের দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজার স্টেশনে এসে ঠাঁই নেন তিনি। এরপর থেকে সেখানেই থাকতেন। স্থানীয়দের দয়ায় জুটতো খাবার। তবে বহু চেষ্টা করেও জানা যায়নি তার নাম পরিচয় ঠিকানা। অবশেষে গতকাল রোববার সকালে স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।
ময়ফুল বিবির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে। স্বামীর কাশেম ব্যাপারী, অনেক আগেই মারা গেছেন। তাদের ছয় মেয়ে। কোনো ছেলে সন্তান নেই।
পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালে বাড়ি থেকে নিখোঁজ হন ময়ফুল বিবি। তিনি মানসিকভাবে অসুস্থ। ২০০৩ সালের দিকে নিখোঁজ হন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ গত ১৪ মে একটি ফেসবুক গ্রুপে ময়ফুল বিবির কাছ থেকে পাওয়া কিছু তথ্য পোস্ট করেন। সেটি চোখ পড়ে স্বজনদের। গতকাল সকালে স্বজনদের কাছে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু রেলস্টেশন এলাকার মানুষকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, প্রথমে যেতে রাজিই হচ্ছিলেন না। বারবার বলতে থাকেন, এলাকার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। পরে কৌশলে তাঁকে রাজি করান পরিবারের লোকেরা।
তাঁর থাকার ঝুপড়িঘরে পাওয়া গেছে বেশ কিছু টাকা–পয়সা। সেসব টাকাসহ হাঁড়ি-পাতিল, কাপড়, জিনিসপত্র মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ময়ফুলের মেয়ে হোসনে আরা বেগম বলেন, ২০০২ সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় একদিন তিনি নিখোঁজ হন। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তারা ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।
আরেক মেয়ে বিবি মরিয়ম বলেন, বিশ্বাসই করতেই পারছি না মাকে ফিরে পেয়েছি। জারিয়াবাসী তার মাকে যেভাবে আগলে রেখেছিলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মুগ্ধ।
এদিকে ময়ফুল বিবির স্বজনরা তাঁকে নিতে আসছেন– এই খবর রাষ্ট্র হওয়ার পর আশেপাশের এলাকার শত শত মানুষ রাতেই ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। ময়ফুল বিবিকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটেরকোণা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের নেতা ও নাটেরকোণা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন রোমেল, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি মো. অলি উল্লাহ তালুকদার ও বি কে এম জাহিদ হাসান প্রহর, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন মিয়া, নূরুল আমিন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩২ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে